
সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। টাইগারদের অনুসরণ করতেই হয়তো তৃতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে হাসান-তাসকিনদের নৈপুণ্যে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি আইরিশরা। সফরকারীদের মাত্র ১০১ রানে আটকে দেয় টাইগার পেসাররা। স্বল্প টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।