
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের নির্বাচনেও ভোট থেকে বিরত রয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় শুরু হয়েছে ভোটগ্রহণ।
গতকালের বিশৃঙ্খলার কারণে পুলিশের পাশাপাশি বাড়ানো হয়েছে সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্য।
বিএনপি সমর্থক আইনজীবী প্যানেল থেকে সভাপতি প্রার্থী মাহবুবউদ্দিন খোকন অভিযোগ করে বলেন, ‘ভোট হচ্ছে না। প্রধান বিচারপতিকে এটি জানিয়েছি।’
আজ বেলা ১২টার দিকে সমিতি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচন বন্ধ করুন। এ ধরনের নির্বাচনের ফলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আইনজীবীদের মনে ক্ষত সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টে। এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’
আওয়ামী লীগ অংশের মনোনীত উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান এবং সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গতকাল বেলা সাড়ে ১২টার পর সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ উন্মুক্ত করা হয়।
এ দিন সরেজমিনে ঘুরে দেখা যায়, ভোটগ্রহণ উন্মুক্ত করা হলে আওয়ামী লীগ সমর্থিতরা ‘ইয়েস ইয়েস’ স্লোগান দিতে দিতে কেন্দ্রে প্রবেশ করেন। একই স্থানে অবস্থান নিয়ে ‘চোর চোর ভোট চোর’ এবং ‘আগে চাই কমিশন, তারপরে নির্বাচন’ স্লোগান দিয়ে ভোট থেকে বিরত থাকেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। এ সময় কয়েক দফায় হাতাহাতির ঘটনাও ঘটে।
এদিকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং রাত ৯টায় শুরু হবে গণনা।