
সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণগুলোকে সন্দেহজনক মনে করছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যে কয়েকটি ঘটনা ঘটেছে এটা নিয়ে আমরা খুব চিন্তিত। এসবের পেছনে কোন নাশকতা আছে কিনা সেজন্য আমাদের র্যাবের গোয়েন্দা টিম কাজ শুরু করছে। আমরা কাজ করার পর বলতে পারব ঘটনাগুলো কী । আমরা সব জায়গায় নজর রেখেছি। অন্য কোন ষড়যন্ত্র থাকলে আমরা ব্যবস্থা নেব।
মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
নগরবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে র্যাব মহাপরিচালক বলেন, আমাদের কাছে এসব ঘটনা সন্দেহজনক মনে হচ্ছে। তাই গোয়েন্দা দল কাজ করছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবিসহ সাদা পোশাকে অনেকেই কাজ করছে।
কী কারণে এসব ঘটনা সন্দেহের চোখে দেখা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে এটি জনবহুল এলাকা। সাইন্সল্যাবে ও আজ যেটা হলো এটা বাণিজ্যিক ভবন। এগুলো বাসাবাড়ির কোন ঘটনা না।
তাই আমরা এই বিষয়গুলো সন্দেহের চোখে দেখছি। আমরা খুঁজে বের করব এগুলোর মধ্যে কোন ষড়যন্ত্র আছে কিনা নাকি এটা একটা দুর্ঘটনা।