শ্যুটিংয়ে গুরুতর আহত অমিতাভ, ভেঙেছে পাঁজরের কার্টিলেজ 

শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। জানা গেছে হায়দ্রাবাদে তিনি একটি ছবির শ্যুটিং করছিলেন, সেই সময়ই বিপত্তি ঘটে। তার আগামী ছবি, ‘প্রজেক্ট কে’র শ্যুটিং চলছিল সেখানে। আর সেই ছবির শ্যুটিং করতে গিয়েই দুর্ঘটনার কারণে তার পাঁজরের কার্টিলেজ ভেঙেছে।

‘বিগ বি’ আপাতত বাড়িতেই অবজারভেশনে আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন অভিনেতা। এবারই প্রথম নয়, এর আগে ‘৮০ এর দশকেও তিনি শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। ‘কুলি’ ছবির শ্যুটিং করার সময় তিনি আঘাত পেয়েছিলেন। সেই আঘাত এতটাই গুরুতর ছিল, তখন অনেকেই ভেবেছিলেন যে বলিউডের শাহেনশাহের বুঝি সুস্থ হওয়া হলো না! এমনকি, তাকে নাকি সে সময় ‘ক্লিনিক্যাল ডেড’ হিসেবে প্রায় ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু ভাগ্যের জেরে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন সেবার। সুস্থ হয়ে ওঠেন। এখন আবার ৮০ বছর বয়সে এসে এই অভিনেতা আঘাত পেলেন।

অমিতাভ বচ্চন নিজেই টুইট করে জানিয়েছেন, ‘হায়দ্রাবাদে প্রজেক্ট কের শ্যুটিং চলাকালীন আঘাত পেয়েছি। ডানদিকের বুকের পাঁজরের মাংসপেশি ছিঁড়ে গিয়েছে। পাঁজরের কার্টিলেজ ভেঙেছে। শ্যুটিং ক্যানসেল করা হয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছি। আপাতত বাড়ি ফিরে এসেছি।’

অভিনেতা তার পোস্টে আরও জানান, ‘আমি এখন বিশ্রামে আছি। শুয়ে শুয়েই থাকছি। জরুরি কাজকর্মের জন্য হাঁটাচলা করলেও মূলত শুয়ে আছি। ব্যথা আছে। হাঁটতে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার কিছু ওষুধ দিয়েছে সেগুলো খাচ্ছি।’

‘প্রজেক্ট কে’ হচ্ছে একটি ফ্যান্টাসি ড্রামা ঘরানার ছবি। এখানে প্রভাসের সঙ্গে মুখ্য ভূমিকায় দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। আগামী বছর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা আছে এই ছবির।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.