
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের নিন্দা করলেন আমেরিকার কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খন্না। পাশাপাশি, শাসক ডেমোক্র্যাট শিবিরের এই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহুলকে নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের বার্তা দিয়েছেন।
রাহুল গান্ধীর সাংসদ পর খারিজের পর শুক্রবার টুইটারে খন্না লেখেন, ‘‘রাহুল গান্ধীকে সাংসদ পদ থেকে বরখাস্তের ঘটনা গান্ধীবাদী দর্শন এবং ভারতীয় গভীর মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমার দাদু সেই দর্শন এবং মূল্যবোধের জন্য বছরের পর বছর জেলে কাটিয়েছেন। ভারতীয় গণতন্ত্রের স্বার্থে এই সিদ্ধান্ত প্রত্যাহারের ক্ষমতা আপনার আছে নরেন্দ্র মোদী।’’