
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসী ও পুলিশের বিচারের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে ভিসির বাড়ির সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও তারা তা শুনতে রাজি হননি। পরে ভিসিকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবাস বাংলার মাঠ উপস্থিত হন। সেখান থেকে ভিসি চলে যেতে চাইলে শিক্ষার্থীরা তাকে সিনেটের পাশে অবরুদ্ধ করে।
রোববার (১২ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ভিসির বাসভবনের সামনে জড়ো হয়। পরে ১২টার দিক ভিসিকে নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে সাবাস বাংলা মাঠে উপস্থিত হন। এর পরে সোয়া ১২টার সময় ভিসি চলে যেতে চাইলে শিক্ষার্থী তাকে অবরুদ্ধ করে। এর আগে প্রশাসন ভবনে তালা লাগিয়ে বেশ কিছু দাবি নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে।
এ বিষয়ে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা ভিসিকে নিয়ে বিনোদপুর শো ডাউন দিতে চাই। কিন্তু ভিসি যেতে চাই না। কাল আমার ভাইয়ের ওপর পুলিশ গুলি করেছে। ভিসি নির্দেশ না দিলে পুলিশ কখনোই গুলি করতো না।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক হিসেবেও গড়ে তোলা, আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অন্যথায় এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণীতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত করা।