বাড়িতে না যাওয়া পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন: সামন্ত লাল সেন

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত ২৪ জনের মধ্যে ৯ জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে দুজন ভেন্টিলেটরে, একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং বাকিরা এইচডিইউতে চিকিৎসাধীন। তবে বাড়িতে না ফেরা পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সমন্বয় ডা. সামন্ত লাল সেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সামন্ত লাল সেন বলেন, ‘গতকাল পর্যন্ত ১০ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গত রাতে একজনের মৃত্যু হয়। বর্তমানে ৯ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে দুজন লাইফ সাপোর্টে আছেন। আইসিইউতে একজন। বাকি ছয় জন এইচডিইউতে আছেন।’
আহতদের চিকিৎসায় ২০ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আহতদের যে অবস্থা তাতে আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। বার্ন রোগীদের একেবারে আশঙ্কামুক্ত বলা যায় না। কাজেই যতক্ষণ পর্যন্ত বাসায় না যায় ততক্ষণ পর্যন্ত তারা শঙ্কামুক্ত নন।’