
মস্কো কয়েক মাস ধরে বাখমুত দখল করার চেষ্টা করে যাচ্ছে। উভয় পক্ষই এই যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে রাস্তায়ই লড়াই চলছে। তবে বাখমুতের ডেপুটি মেয়র অলেকজান্ডার মার্চেনকো সপ্তাহান্তে বলেছিলেন, রাশিয়া এখনো এই শহরের নিয়ন্ত্রণ নিতে পারেনি।
বিশ্লেষকরা বলছেন, সামান্য কৌশলগত মূল্য থাকলেও রুশ কমান্ডারদের জন্য বাখমুত এখন একটি প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাখমুত নিয়ে ক্রেমলিনকে ইতিবাচক সংবাদ সরবরাহ করার জন্য উন্মুখ হয়ে রয়েছেন রুশ কমান্ডাররা।
জেলেনস্কি ভাষণে বলেছেন, সিনিয়র জেনারেলদের সঙ্গে বাখমুত নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি বলেন, ‘তারা (জেনারেল) পিছু হটবে না, আমাদের প্রতিরক্ষা আরো শক্তিশালী করার জন্য তারা সাড়া দিয়েছেন।’ বর্তমানে ইউক্রেন যে অবস্থানে আছে, সেখানে থেকেই নিজেদের আরো শক্তিশালী করে তুলতে একমত হয়েছেন কমান্ডারা। এমনটাই জানিয়েছে জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘থিংকট্যাংক দি ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডাব্লিউ)’ বলেছিল, ইউক্রেনের সৈন্যরা সম্ভবত সীমিত আকারে যুদ্ধ প্রত্যাহার করেছে এবং রুশ সেনাদের ওপর আক্রমণ বাড়িয়ে দিয়েছে। এতে হতাহতের সংখ্যাও বাড়ছে।
ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেকজান্ডার সিরস্কি জানান, বাখমুতে লড়াই চরম উত্তেজনায় পৌঁছেছে। শত্রু যুদ্ধে অতিরিক্ত ওয়াগনার বাহিনী নিয়োগ করেছে, কিন্তু আমাদের সৈন্যরা সাহসের সঙ্গে বাখমুতের উত্তরে আমাদের অবস্থান ধরে রেখেছে।
সূত্র : বিবিসি ।