
গত রবিবার এ SU TIGERS AM MAIN Frankfurt নামে স্টুডেন্ট দের একটি ক্রীড়া সংগঠন এর আত্মপ্রকাশ হলো । কাজী আসিফ হোসেন , আরিফ হোসেন বিশ্বাস, নজরুল ইসলাম, রাজিউর রহমান , , সাকির উর রশিদ , সাইমুন ইস্তেহাদ কে এম শাহ্রিয়ার আলম ,আতিকুর রহমান খান , জাহিদ হোসেনের সমন্বয়ে ৯ জনের পরিচালনা কমিটি গঠন করা হয় । এই কমিটি গত দুই বছর চেষ্টা করে ফ্রাঙ্কফুর্ট সিটিতে রেজিস্ট্রেশন পায় । এ উপলক্ষে বিশেষ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয় ফ্রাঙ্কফুর্ট সিটির একটি হলে ।
।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মান্যবর রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূইয়া। প্রবাসি কবি লেখক মাইদুল ইসলাম তালুকদার বিশিষ্ট ব্যাবসায়ী আব্বাস চৌধুরি ও জাকির হোসেনকে এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন। রাষ্ট্রদূত এই সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন এবং কিছু দিক নির্দেশনা দেন,পরে একটি কেক কাটেন সংগঠনের পক্ষে ।এই সংগঠনটি ক্রিকেট টিম হিসেবে দুই বছর আগে আত্মপ্রকাশ করলেও এখন তারা ফুটবল, ব্যাটমিন্টন সহ অন্যান খেলাধুলা যোগ করবেন বলে জানান এবং সংগঠনটি সবার জন্য উম্মুক্ত থাকবে , প্রবাসীদের এই সংগঠনের সদস্য হওয়ার জন্য আহব্বান জানান এবং সবার সহযোগিতা চান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিগত দুই বছরের ধারন করা ভিডিও ও স্থিরচিত্র প্রামান্য চিত্র পরিবেশন করে , ও ব্যান্ড শিল্পীদের বিভিন্ন গান এর মধ্যে দিয়ে শেষ হয়।
বাবু সর্দার, ফ্রাঙ্কফুর্ট জার্মানি ।