গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং বসন্ত উৎসব উপলক্ষ্যে স্টার থিয়েটারের নটী বিনোদিনী মুক্তমঞ্চে ছায়ানট (কলকাতা) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ সহযোগিতায় কৃষ্ণপুর নজরুল চর্চা কেন্দ্র এবং বলাকা সংস্কৃতি অঙ্গন। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন সোমঋতা মল্লিক।

সঞ্চালনায় শৌভিক শাসমল। অনুষ্ঠানে ‘নারী সম্মাননা ২০২৩’ প্রদান করা হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৩ জন বিশিষ্ট নারীকে। ১. চন্দ্রা মুখোপাধ্যায়, গবেষণার বিষয়: নারীর গান শ্রমের গান ২. নন্দিনী ভট্টাচার্য, পুরুষ অধিকার কর্মী এবং প্রেসিডেন্ট,অল বেঙ্গল মেনস ফোরাম ৩. চিত্র নির্মাতা ফারহা খাতুন এছাড়াও ছিল সঙ্গীত, আবৃত্তি এবং নৃত্যে বসন্ত-বন্দনা। একক পরিবেশনায় অংশগ্রহণ করেন জি.এম.আবুবকর, দেবযানী বিশ্বাস, রাকা দাস, শাশ্বতী ঘোষ, সুরেলা দে, সুস্মিতা সেন, শান্তনু মিত্র, রাখী ব্যানার্জী, শর্মিলা পাল, শুভ্রা মুখোপাধ্যায়, জয়া চক্রবর্তী, শর্মিষ্ঠা সাহা, সৌরভ গাঙ্গুলী, মিতালী ভট্টাচার্য্য, ইন্দ্রানী চক্রবর্তী, ইন্দ্রাণী রায় সেনগুপ্ত। দলীয় পরিবেশনা: ছায়ানট,কলকাতা (পরিচালনা: সোমঋতা মল্লিক) নান্দনিক (পরিচালনা: তপন দে), ঐকতান (পরিচালনা: প্রগতি চট্টোপাধ্যায়), গানের খেয়া, সেন্ট্রাল হাওড়া উৎসব, বলাকা সংস্কৃতি অঙ্গন (পরিচালনা: শৌভিক শাসমল ও প্রিয়াঙ্কা প্রামাণিক)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.