তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্টের পদে শি জিনপিং

 

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্টের পদ নিশ্চিত করলেন শি জিনপিং। শুক্রবার তিনি এ পদ নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে দলের ওপর তার নিয়ন্ত্রণ আরও শক্ত হলো।

আন্তর্জাতিক সব গণমাধ্যম তার তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের আইনসভায় আনুষ্ঠানিক ভোটে শি জিনপিং পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদের জন্য পুনঃনিযুক্ত হন। তিনি ২ হাজার ৯৫২ ভোট পান। ৬৯ বছর বয়সী শি জিনপিং গত কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার পুনঃনিয়োগ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল।

চীনে প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক। সত্যিকারের ক্ষমতা পার্টি ও সেনাবাহিনী প্রধানের। দুটি পদই শি ধরে রেখেছেন। গেল অক্টোবরে অনুষ্ঠিত কংগ্রেসে তিনি কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হন। পার্টিতে শির বিশ্বস্ত নেতা লি কিয়াংকে শনিবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.