চলন্ত গাড়িতে কেমনে এলো বিষাক্ত সাপ !

চলন্ত গাড়ির ভেতর লুকিয়ে ছিল বিশাল আকারের একটি কিং কোবরা। সাপটিকে দেখা মাত্রই মাঝ হাইওয়েতে গাড়ি থামিয়ে দেন চালক। এর পর পশু উদ্ধার কর্মীদের খবর দেওয়া হয়। তারা এসে গাড়ি থেকে টেনে বের করেন বিশাল আকৃতির কিং কোবরাটি।
ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর শহরের ঘটনাটি ইউটিউবে শেয়ার করার পর সেটি নিমেষেই ভাইরাল হয়ে যায়।