
নিজের জীবন নিয়ের শঙ্কার কথা জানালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি গতকাল বুধবার বলেছেন, মুর্তজা ভুট্টোকে যেভাবে হত্যা করা হয়েছিল আমাকেও সেভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছে। খবর নিউজ ইন্টারন্যাশনালের।
পিটিআই প্রধান দাবি করেছেন, সরকার আজ বা কাল জামান পার্কের ভেতরে অভিযানের পরিকল্পনা নিয়েছে। লাহোরে বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, তারা দুইটি স্কোয়াড গঠন করেছে যা পিটিআই কর্মীদের সঙ্গে মিশে যাবে এবং পুলিশকে গুলি করবে।
পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, পাঞ্জাব ও ইসলামাবাদের আইজিপি এবং হ্যান্ডেলাররা এই পরিকল্পনা প্রণয়ন করেছে। তাদের পরিকল্পনা হচ্ছে জনগণকে হত্যা করা যা তারা মডেল টাউনে করেছে।
ইমরান খান দাবি করেছেন, আমি পাঞ্জাব পুলিশকে বলতে চাই সরকারের হাতে পাঁচ পুলিশ খুন হবে। এরপর সম্ভাব্য হত্যাকাণ্ডের পর পুলিশ বাসায় ঢুকে আমাকে হত্যা করবে। তিনি এ সময় বলেন, তার দল সংঘর্ষ চায় না।
তারকা ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান খান পিটিআই সমর্থক ও তার কর্মীদের যেকোনো ধরনের সংঘর্ষ এড়ানোর আহ্বান জানান।
পিটিআই প্রধান বলেন, তারা যদি জামান পার্কে আসে, আমার সমর্থকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকা উচিত, তাদের সরাসরি আমার কাছে আসতে দিন।
ইমরান খান এ সময় দাবি করেন, মুর্তজা ভুট্টোর মতো আমাকে হত্যার পরিকল্পনা করেছে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) সরকার। ১৯৯৬ সালের বেনজির ভুট্টোর সরকারের আমলে পুলিশের হাতে করাচিতে খুন হন মুর্তজা ভুট্টো।