
পাকিস্তানে যখন খাদ্যের জন্য হাহাকার চলছে তখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকা পাকিস্তানের এক ব্যবসায়ী যৌতুক হিসেবে মেয়ের বিয়েতে তার সমপরিমাণ ওজনের সোনা দিচ্ছেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, পাকিস্তানের ওই ব্যবসায়ী দুবাইয়ে একটি অভিজাত হোটেলে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান করছেন। আর সেখানে নববধূকে দাঁড়িপাল্লার একদিকে বসিয়ে অন্যদিকে তার সমপরিমাণ ওজনের সোনার বার রাখা হচ্ছে। শেষ পর্যন্ত ৭০ কেজি সোনা দেওয়ার পর দাঁড়িপাল্লার দুদিক সমান হয়। যা দেখে সেখানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উল্লাসে মেতে উঠতে দেখা যায় নববধূ ও বরকে।
বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানের সাধারণ মানুষ যখন অর্ধেক দিন আধপেট খেয়ে জীবন কাটাচ্ছেন তখন দুবাইয়ে বসে পাকিস্তানের এক ব্যবসায়ীর এই ধরনের বিলাসিতা নেটিজেনদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে