
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে আটজন বাংলাদেশি। তাদের মধ্যে দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজারের বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহমদ উল্লাহর ছেলে মুহাম্মদ আসিফ ও বড় ডেইল রাস্তার মাথার নুরুল ইসলামের ছেলে শেফায়েত উল্লাহ।
মঙ্গলবার (২৮ মার্চ) সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মো. আরিফুজ্জামান বলেন, বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ যাত্রী নিহত হয়েছেন। যার মধ্যে আটজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, সৌদি আরবে ওই দুর্ঘটনার পর কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন বাংলাদেশিকে পাওয়া গেছে। দূতাবাসের পক্ষ থেকে তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
সোমবার ওমরাহ যাত্রীবাহী বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং পরে আগুন ধরে যায়। এতে ২২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওমরাহ পালনে মক্কা যাচ্ছিলেন।