ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া শাস্তি পেতে পারে না : ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া শাস্তি পেতে পারে না।’

শুক্রবার (৩ মার্চ) ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

জানা গেছে, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপের (কোয়াড) জি-২০ সম্মেলনের সাইড লাইনে এ বৈঠক করা হয়।

কোয়াড গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি গ্রহণযোগ্য নয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, রুশ প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো একটি শীর্ষ আন্তর্জাতিক অস্ত্র মেলায় তাদের পণ্যের প্রদর্শনী করছে।

মন্ত্রণালয় থেকে আরো বলেছে, প্রতিষ্ঠানগুলো তাদের অ্যারেনা-ই অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমের (এপিএস) প্রচার করছে। এ পণ্য যুদ্ধ ক্ষেত্রে সাঁজোয়া যানকে আরো টেকসই করে তোলার জন্য নির্মিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার বৃহস্পতিবারের বক্তব্যে বলেন, ‘জাপোরিঝিয়ায় রাশিয়া নির্মম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার সামরিক ও আইনি জবাব দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘(আমাদের) ভূখণ্ড দখলকারীরা পরিশেষে আমাদের শক্তিমত্তা দেখতে পাবে।’

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর জাপোরিঝিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে।

জেলেনস্কি জানান, ক্ষেপণাস্ত্র হামলায় ভবনের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : ভয়েজ অব আমেরিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.