
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল সোমবার রাষ্ট্রীয় সফরে মস্কোয় গেছেন। ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎও করেছেন। আজ মঙ্গলবার পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকেও বসবেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে আকস্মিক সফরে যাচ্ছেন ফুমিও কিশিদা। দেশটির সরকারি প্রচারমাধ্যম এনএইচকে-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনএইচকে জানিয়েছে, আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন কিশিদা। ইতোমধ্যে জাপানের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে ইউক্রেনে উদ্দেশে পাড়ি দিয়েছেন।
জাপান গত মাসে ইউক্রেনকে ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিশিদার সঙ্গে জেলেনস্কির সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতি জাপান জানিয়েছে, কিশিদা ইউক্রেনের প্রতি সংহতি ও অটুট সমর্থনের বার্তা এবং মাতৃভূমিকে রক্ষা করতে ইউক্রেনীয়দের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাবেন।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রাশিয়ার প্রতি নিন্দা জানিয়েছে জাপান। একই সঙ্গে রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞাও আরোপ করেছে দেশটি।