
পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি ও দুবাইয়ের বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। বৃহস্পতিবার রাতে এই নোটিস জারি করে ইন্টারপোল। ইন্টারপোলের সাইটে বাংলাদেশিদের তালিকার ৬৩ নম্বরে রবিউল ইসলাম নামে অন্তর্ভুক্ত করা হয়। তার জন্মস্থান দেয়া হয় বাংলাদেশের বাগেরহাট।
এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেছিলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। ইন্টারপোল আবেদন গ্রহণ করেছে।
এর পরপরই দুবাইয়ে আরাভ খানের গ্রেপ্তারের গুঞ্জন উঠে। তিনি দুবাই পুলিশের নজরদারিতে রয়েছেন- এমন খবরও আসে। তবে এখনো আরাভ খান গ্রেপ্তার হননি। দু’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি। এরপর থেকে তাঁর খোঁজ মিলছে না। আর কোনো স্ট্যাটাসও দেননি তিনি।