জাতীয় নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক ‘ইতিবাচক’ ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিএনপি এখন বিদেশেও ‘বন্ধুহীন হয়ে পড়েছে’।  শনিবার বিকালে মোহাম্মদপুরে মকবুল হোসেন কলেজে মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘শান্তি সমাবেশ’-এ তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে কাদের বলেন, বিদেশিদের সঙ্গে লবিং করেও তারা (বিএনপি) ব্যর্থ। একের পর এক বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে এসেছেন এবং সরকারের সঙ্গে মতবিনিময় করেছেন। কিন্তু তারা বিএনপি’র সঙ্গে কোনো বৈঠক করেননি। কূটনীতিকরা বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচক বৈঠক করেছেন, আর বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে। এ সময় তিনি বিএনপিকে ‘গণতন্ত্রের বিষফোঁড়া’ বলেও মন্তব্য করেন। বলেন, এদের কাছে গণতন্ত্র নিরাপদ নয়, তাদের কাছে দেশ কিংবা জনগণ নিরাপদ নয়। ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখা আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা ছাড়া তাদের কোনো উপায় নেই।

ওবায়দুল কাদের বলেন, এদেশের গণতন্ত্র ঠিক আছে কি-না সেটা হচ্ছে বর্তমান সরকারের ভাবনা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য হাজারো তদবির করে ব্যর্থ হচ্ছে বিএনপি। বিএনপি যদিও বারবার বলছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটে যাবে না, তারপরও ওবায়দুল কাদের মনে করেন, ভোটে আসা ছাড়া বিএনপি’র হাতে কোনো ‘বিকল্প পথ নেই’। সরকার পতনের দাবিতে বিএনপি’র সাম্প্রতিক কর্মসূচিগুলোর ‘কোনো প্রভাব দেশে নেই’ বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদযাত্রার নামে যতই অপচেষ্টা করুক না কেন, নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। গণঅভ্যুত্থান কিংবা গণজাগরণ, বিএনপি’র আন্দোলনের নদীতে জোয়ার নেই, গণজোয়ার আসে না। বিএনপি সেøা-মোশনে পদযাত্রা করছে, শর্ট মার্চ থেকে লংমার্চে যাচ্ছে, সবই ভুয়া। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading