
৫২ ঘন্টা পর এবার তুরস্কের হাতায় শহরের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৫ বছরের একটি শিশুকে। শহরটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটি ভবনে মা-বাবার সঙ্গে বসবাস করতো ৫ বছর বয়সী ওই শিশুটি। ভূমিকম্পের সময় ভবনটি ধসে পড়ে তাদের ওপর। তারপর একে একে পাড় হয়েছে ৫২ ঘন্টা। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বিপুল সংখ্যক শিশুও। তাদের একজন হিসেবে উদ্ধার করা ৫ বছরের ওই শিশুকে। পরিবারের অন্যদের কি খবর তা জানা যাচ্ছে না। তবে তাকে উদ্ধারকর্মীরা জীবিত বাইরে বের করে এনেছে। তুরস্কের অনলাইন সাবাহ পত্রিকা জানাচ্ছে, ধ্বংসস্তূপের ভিতর থেকে এ শিশুটিকে উদ্ধার করা হয়েছে বুধবার।
তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। তাকে দ্রুত একটি এম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
ওদিকে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, ছোট্ট দুই ভাইবোনের বাঁচার আর্তি। তাদের মাথার ওপর ভেঙে পড়েছে বাড়ি। চারদিকে ধ্বংসস্তূপ। নড়াচড়ার জায়গা নেই। এরই এক ফাঁকে কোনোরকমে আশ্রয় নিয়েছে এই দুটি শিশু। এর মধ্যে মেয়ে শিশুটির বয়স ৭ বছর। সে নিজের কথা না ভেবে, পরম যত্নে আগলে রেখেছে ছোট্ট ভাইটিকে। হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে, যেন কোনো কিছুর আঘাতে সে ব্যথা না পায়। অনলাইন সিএনএন বলছে, নিজেদের বাড়ির ধ্বংসস্তূপে তারা আটকে ছিল প্রায় ৩০ ঘন্টা। উদ্ধারকারীরা তাদের সন্ধান পান। তারা পাথর, কংক্রিট সরিয়ে এই ছোট্ট দুই শিশুকে বাইরে বের করে আনেন। মেয়ে শিশুটির নাম মরিয়ম। সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ধ্বংসস্তূপের ধুলোবালি যাতে তার ভাইয়ের চোখেমুখে না ঢোকে, সে চেষ্টাই তার।