১৮ ফেব্রুয়ারি শনিবার মহানগরে পদযাত্রা কর্মসূচির ঘোষণা বিএনপির

আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার সকল মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন।

রোববার দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপি’র পদযাত্রা কর্মসূচির পূর্ব মুহূর্তে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপূর্ণ দ্রব্যমূল্যের লাগামহীন উর্দু গতির প্রতিবাদ, খালেদা জিয়ারসহ কারাবন্দীদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সকল মহানগরের পদযাত্রা ঘোষণা করছি।

তিনি বলেন, বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে। সকলেই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে।

মোশারফ হোসেন বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান খন্দকার মোশাররফ।

এরপর বিকেল ৩টার দিকে শ্যামলী ক্লাব মাঠে ঢাকা উত্তর বিএনপি’র পদে যাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাতরাস্তা মোড় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.