ঝড় ওঠে! চোখের রহস্য দিয়ে নির্বাণ ঘুড়ি উড়াই মগ্ন মাপে! একা একা দাবা খেলি, একটা পুরানো জেদ পিছু নেয়, সহসাই দাবার কোট উলটে দিয়ে উঠে যাই! সন্ধ্যারা নেমে আসছে নীল নোটেশনে ঢলে পড়ছে তীব্র মদিরা-নিশ্বাস ভিন্ন কণ্ঠস্বর ডানা মেলে ডাকছে কাছে হ্যাংওভার তাপে …… ফ্ল্যাপ হতে নেয়া।

বোহেমিয়ান কবি ফেরদৌস নাহার এর কবিতার বই ‘হ্যাংওভার সন্ধ্যার ডানা‘ নিয়ে তাঁর নিজের অনুভূতি,
“কখনো হৃদয় থেকে লিখেছি কখনো দুশ্চিন্তা থেকে লিখেছি কখনো পথে যেতে লিখেছি কখনো মনে হয়েছে মরে যেতে যেতে লিখছি!”

ফেরদৌস নাহার, কবি, প্রাবন্ধিক ও সংগীত রচয়িতা। প্রকাশিত ১৫টি মৌলিক কবিতা ও ৩টি প্রবন্ধের বই। রয়েছে বাংলাদেশ ও ভারত থেকে অসংখ্য যৌথ কবিতার বই, এছাড়া নিউইয়র্ক, প্যারিস ও লন্ডন থেকে ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত কবিতা সংকলন। বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড সংগীত দল ‘মাইলস’-এর বেশ কিছু জনপ্রিয় গানের রচয়িতা তিনি।

‘হ্যাংওভার সন্ধ্যার ডানা’
কবিতার বই
লেখক: ফেরদৌস নাহার
প্রচ্ছদ: ক্যাতেরিনা দ্রামিতিনো
মূল্য : ২৪০৳ (২৫% ডিসকাউন্টে ১৮০৳)
প্রকাশক: চন্দ্রবিন্দু প্রকাশন
অমর একুশে বইমেলা ২০২৩
(৬৫-৬৬ নং স্টল)

বন্ধুরা আপনাদেরও পড়ার আমন্ত্রণ রইলো, কবি ফেরদৌস নাহারের লেখা ‘হ্যাংওভার সন্ধ্যার ডানা’।

সকল পাঠক-লেখক-প্রকাশকের জন্য রইলো শুভকামনা।

আইরিন পারভিন , সাহিত্য সমালোচক এবং শুদ্ধস্বর ডটকমের যুগ্ম সম্পাদক ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.