সাহসী সেই মেয়েটিকে প্রশংসায় ভাসাল জাতিসংঘের কর্তারা

ভাই-বোনের ভালোবাসা নিয়ে হরেক গল্প প্রচলিত আছে। মধুর এই সম্পর্ক বিপদের সামনে যে বেড়া হয়ে দাঁড়ায়, জীবন-মৃত্যুর মাঝে টেনে দেয় শক্ত পর্দা। তার বড় প্রমাণ দিল সিরিয়ার সাত বছর বয়সী মেয়েটি।

ভূমিকম্পের ধ্বংসস্তুপে চাপা পড়েও সে নিজের ভাইকে আগলে রেখেছে পরম মমতায়। যেনো মৃত্যুকে ঠেকিয়ে দিয়েছে শক্ত হাতেই। এমন ঘোর বিপদে দারুণ সাহস দেখানোয় বিশ্বজুড়েই প্রশংসা পাচ্ছে সিরিয়ার ওই মেয়েটি।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ডব্লিউএইচও প্রধান ট্রেড্রোস আধানম গেব্রেয়াসুস টুইটে এই ঘটনার ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই সাহসী মেয়েটির জন্য নিরন্তন প্রশংসা।’ 

জাতিসংঘের প্রতিনিধি মোহামাদ সাফাও টুইটে শেয়ার করে লিখেছেন, ‘মেয়েটি ১৭ ঘণ্টা ধরে তার ভাইয়ের সুরক্ষায় নিজের হাত ও মাথা দিয়ে রেখেছে। দেখলাম না কেউ এটি শেয়ার করছে। কিন্তু মারা গেলে সবাই ঠিকই শেয়ার করতো। ইতিবাচক বিষয়ও শেয়ার করুন।’

 

সূত্র: এনডিটিভি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.