
মিয়ানমারে সামরিক জান্তা অনুমোদিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, এই নির্বাচন কমিশন গভীর ত্রুটিপূর্ণ একটি নির্বাচন করার পরিকল্পনা করছে। এ ছাড়া সামরিক অস্ত্র বিষয়ক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বৃটেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের দুই বছর অতিবাহিত হলো বুধবার। এ উপলক্ষে এদিন দেশজুড়ে গণতন্ত্রপন্থিরা ‘নীরব ধর্মঘটে’র মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ আয়োজনকারীরা জনগণকে ঘরের ভিতর অবস্থান করার আহ্বান জানান। অভ্যুত্থানের বার্ষিকীতে তাদেরকে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানান। ফলে ইয়াঙ্গুনসহ বড় বড় শহরের রাজপথ দেখা গেছে ফাঁকা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
অন্যদিকে দেশটির সেনাবাহিনী বলেছে, দেশ এক অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি। ফলে এ বছর প্রতিশ্রুত নির্বাচন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
তারা জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে পূর্ব নির্ধারিত নির্বাচন পিছিয়ে দিতে পারে। তাইজার সান নামের একজন প্রথম সারির অধিকারকর্মী ফেসবুক পোস্টে লিখেছেন, ১লা ফেব্রুয়ারি ধর্মঘট এটাই প্রমাণ করে যে, সেনাবাহিনীর পরিকল্পিত, জালিয়াতির নির্বাচন জনগণ মেনে নেবে না।