বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি নেতাকর্মীরা জনগণের কাছে যাচ্ছে, তাদের উজ্জীবিত করছে। তাদের নিয়ে লড়াই করে বিজয়ী হতে চাচ্ছে। এই কৌশল সঠিক, এতে আমরা বারবার বিজয়ী হয়েছি।

তিনি বলেন, বিএনপির হাত ধরে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। এবারও ফিরে আসবে।

শুক্রবার  দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

 

বাংলাদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপিপি আহ্বায়ক ডা. এ জেড জাহিদ হোসেন। সঞ্চালনা করে সংগঠনটির সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী। এসময় বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.