বিএনপি স্বাধীনতা বিরোধী জামায়াতের ‘দোসর’ দাবি করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (একাংশ) হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ও রাজাকারদের নির্বাচনে আনার জন্য এত খাই-খাতির কীসের? আমাদের ফয়সালা করতে হবে বাংলাদেশে আর কোনোদিন রাজাকার সমর্থিত সরকার হবে না।

রবিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব বলেন ইনু।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের আয়োজনে এ আলোচনা সভার সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

ইনু বলেন, যারা জয় বাংলা ধ্বনি, জাতির পিতা, বাংলাদেশর মূলনীতি মানে না-তাদের দেশের রাজনীতি থেকে ঝেটিয়ে বিদায় করতে হবে। ২৭ দফা ও জাতীয় সরকারের নামে বিএনপি যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গে রাজনৈতিক পাটনারশিপের ওকালতি করেছে।

তিনি বলেন, বাংলাদেশে ৫০ বছর পরও রাজনৈতিক অঙ্গনে উনসত্তর, একাত্তর, ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনির দোসর বিএনপির পক্ষ হয়ে রাজাকার ও সাম্প্রদায়িক রাজনীতি হালাল করার চক্রান্ত চালাচ্ছে।

বাংলাদেশ রাষ্ট্র এখনো বিপদের ভেতরেই আছে দাবি করে হাসানুল হক ইনু বলেন, এখনো রাষ্ট্রে বিএনপি-জামায়াত চক্র লাথি মারা, ধাক্কা দেওয়া এবং সংবিধান পরিবর্তনের চেষ্টা করে। আমরা অনেক কষ্টে শেখ হাসিনার নেতৃত্বে সামরিক শাসক, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হয়েছি।

ইনু বলেন, বাংলাদেশে বেইমান ও রাজাকারদের জায়গা নেই। রাজাকারদের জায়গা না থাকলে তাদের দোসর বিএনপির জায়গা নেই।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিকে পুঁজি করে আন্দোলনের চেষ্টা করছে বিএনপি এ দাবি করে আমির হোসেন আমু বলেন, এটার জন্য সরকার দায়ী নয়, জনগণ তা বুঝে বলেই আন্দোলনে সাড়া পাচ্ছে না তারা।

আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করতে পারে আশঙ্কার কথা বলে আমু বলেন, আওয়ামী লীগ দলগত ও সরকারিভাবে সজাগ এবং সতর্ক। বাংলাদেশ সংবিধানের ভিত্তিতে পরিচালিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.