
শহীদ মিনারে ফুল দিতে এসে বঙ্গবন্ধুর সমালোচনা করায় বিএনপির সমালোচনা করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির উদ্দেশে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত করে দলে যোগ দিয়েছিলেন। যে দলে জিয়াউর রহমান দরখাস্ত করে যোগ দিয়েছিলেন, সে দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেই।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।
কাদের বলেন, আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। ‘৭৫-এ কৃষক, শ্রমিক নিয়ে আওয়ামী লীগ যে দল গঠন করেছিল, সেটা একদল নয়, জাতীয় দল। যারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাস করে না। একাত্তর আর একুশের চেতনা একই।
ওবায়দুল কাদের বলেন, আজ সারা দুনিয়ার ৩৫ কোটি বাংলা ভাষাভাষীর এক অহংকারের দিন। বিশেষ করে, বাঙালি জাতির জন্য একুশে ফেব্রুয়ারি গর্বের দিন। আজ আমাদের সবচেয়ে বড় অহংকার, পৃথিবীর সব দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
তিনি বলেন, আজ সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এই অপশক্তি, অগ্নিসন্ত্রাসীদের রুখতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে হবে।