
অত্যন্ত শ্রদ্ধার সাথে ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশী ব্যানারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হল ২৬ শে ফেব্রুয়ারি রবিবার , এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান আলম , খালেদ ইসলাম , আতিকুর রহমান সবুজ , জাহিদুল ইসলাম পুলক , হাকিম টিটু সহ ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ । সভার শুরুতেই বঙ্গবন্ধু এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ীভাবে নির্মিত শহিদ মিনারে পুস্পস্তাবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয় । জাতীয় সঙ্গীত এবং একুশের সংগীত আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি উপস্থিতিত সবাই সমবেত কণ্ঠে পরিবেশন করেন । কবিতা আবৃত্তি করেন হাফিজুর রহমান আলম , দেশাত্মবোধক পরিবেশন করেন আতিকুর রহমান সবুজ এবং নিম্নি কাদের এবং পিণ্টূ সারওয়ার ।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেতা হাফিজুর রহমান আলম , খালেদ ইসলাম , আতিকুর রহমান সবুজ , জাহিদুল ইসলাম পুলক , হাকিম টিটু সহ ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশী নেতৃবৃন্দ এবং শিশু সাহিত্যিক কাম্রুজ্জামান শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল । বক্তারা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে চর্চার উপর গুরুত্ব আরোপ করে বলেন , ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পথ ধরে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে , এই স্বাধীনতাকে আরও অর্থবহ করে তুলে হলে বাংলা ভাষাকে আমাদের জাতীয় জীবনের সর্বস্তরে প্রয়োগ এবং চর্চা করতে হবে ।
সভায় মধ্যাহ্ন ভোজ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় ।