শনিবার  ২৫শে ফেব্রুয়ারি রোজ শনিবার সন্ধ্যায় জার্মানির ফ্রাঙ্কফুর্টে দেশ বাংলা স্কুল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে   অনুষ্ঠিত হলো, বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিততে অত্যন্ত  শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের স্মরণ করে  স্কুলের উদ্যোগে নির্মিত শহিদ মিনারে ফুল দিয়ে সম্মান জানান প্রবাসীরা ।অনুষ্ঠানে  স্কুলের পরিচালক মিঠু কবির  স্বাগত বক্তব্য রাখেন , কবিতা পাঠ করেন ইয়াছমিন জাবেদা মীর,    দেশাত্মবোধক      সংঙ্গীত পরিবেশ করেন   প্রবাসী শিল্পী  আব্দুল মুমিন,   নিম্নি কাদের  সহ আরও  অনেকে।বাংলা স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের ২১শের কবিতা পাঠ ছিল অনুষ্ঠানের মুল আর্কষন।বাংলাদেশের ময়ুরপঙ্খী প্রকাশনার প্রধান নির্বাহী মিতিয়া ওসমানের পক্ষে বাংলা স্কুলের শিশু শিক্ষার্থীদের বই উপহার দেন   শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক  হাবিব বাবুল ।
সব মিলিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত এবং আকর্ষণীয় ছিল , প্রবাসীরা    মিঠু কবিরকে অভিনন্দন জানানো হয়  এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য   এবং আগামীতে এই স্কুলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন । মিঠু কবির আগামীতে স্কুলের কার্যক্রম এবং সাংস্কৃতিক  অনুষ্ঠানের   কথা  ঘোষনা করেন এবং সবার সহযোগিতা চান। বাংলা ভাষাকে   আগামী  প্রজন্মের মাঝে ধরে রাখতে নিরন্তর কাজ করবেন বলে অঙ্গীকার করেন, দেশ স্কুলের   বাংলা ভাষার শিক্ষিকা এ্যানি  সেলিম, শারমিন রনি , সুপ্রভা ,এবং মিতা দত্তকে বিশেষ অভিনন্দন জানান প্রবাসীরা ফ্রাঙ্কফুর্টে  নতুন প্রজন্মকে  বাংলা ভাষা শেখানোর জন্য ।
বাবু সরদার , প্রবাসী সাংবাদিক , ফ্রাঙ্কফুর্ট জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.