
গত ২৫শে ফেব্রুয়ারি শনিবার বিকেলে জার্মান আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ফ্রান্কফুর্টের হাউস নিড অডিটরিয়ামে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ ফারুকের সভাপতিত্বে ও হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামীলীগের সভাপতি নোমান হামীদের সঞ্চালনায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে আলোচনা পর্ব শুরু হয়।
শুরুতে ৫২’র ভাষা শহীদ, ৭৫ সালের ১৫ই আগষ্ট , ও মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয়।পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলওয়াত করেন আরাফাত হাসান, গীতা পাঠ করেন বরুণ চক্রবর্তী ও বাইবেল থেকে পাঠ করেন মি. মার্টিন।
ভাষা শহীদদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, ভাষা আন্দোলনের সফলতার হাত ধরেই এসেছিল স্বাধীনতা যুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দু লক্ষ মা বোনের সম্ভমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ।জার্মানিতে ক্রম বর্ধমান বাংলাদেশী কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ, নতুন প্রজন্মকে বাংলা এবং বাংলাদেশ সম্পর্কে জানানোর উপর জোর দেন বক্তারা।বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি বাংলাদেশ থেকে ভার্চূয়ালি আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন কামরুল আহসান সেলিম, শফিক মাক্স ট্রাউট, সোহাগ সেরনিয়াবাদ, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, মোখলেছুর রহমান পিন্টু, আফছানুন্নেছা খানম, হেসেন ফ্রান্কফুর্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফ রিচার্ড, মোফাজ্জল হোসেন খাঁন, কামরুল ইসলাম, মাখন সরকার, বরুন চক্রবর্তী ও অন্যান্য ।মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় দেশাত্ববোধক ও গণ সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী রিয়েল আনোয়ার, নিম্মি কাদের ও রোকন ফয়সাল।কবিতা পাঠ করেন কবি মুনিব রিজওয়ান, প্রণব দাস ও শিশু শিল্পী আসমি হাকিম। হেসেন ফ্রাঙ্কফুর্টের আয়োজনে মহতি এই আয়োজনে উল্লেখযোগ্য বিশিষ্ট বাংলাদেশি কমিউনিটি ব্যাক্তিত্ব, নারী ও শিশুরা অংশগ্রহণ করেন।
সংবাদ সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।