
জার্মান আওয়ামীলীগ এর পক্ষ থেকে জার্মানীর ফ্রাঙ্কফুর্ট এ বর্নহাইম মিটে পালিত হয়ে গেলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ফ্রাঙ্কফুর্ট সহ আঁশে পাশের শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিনত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু।পরে এক মিনিট নিরবতা পালন এবং শহীদ বেদ্বীতে ফুল দিয়ে বায়ান্নোর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের মাতৃভাষা আজ সারা বিশ্বে সমাদৃত |
সভায় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামীলীগ এর নব নির্বাচিত সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু এবং সাধারন সম্পাদক আব্বাস আলী চৌধুরী। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহসিন হয়দার মনি, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন আসুদেব বনিক, জিল্লুর রহমান, হাবিব, নূরে হাসনাত শিপন, জাকির হোসাইন এবং দেলোয়ার জাহীদ বিপ্লব সহ অনেক নেতা কর্মি।উপস্থাপনা ছিলেন কাজী আসিফ দীপ।
ফাতেমা রহমান রুমা ,শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি ।