
পটুয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে দলটি। আজ সকাল ৯টার দিকে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। স্লোগান দিয়ে নেতাকর্মীরা সামনের দিকে এগুতে থাকলে পুলিশ পেছন থেকে ধাওয়া দেয়। একপর্যায়ে লাঠিচার্জ শুরু করে। পুলিশের লাঠিচার্জে অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। পুলিশের লাঠিচার্জে বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে যায়।
তবে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, বিএনপি নেতাকর্মীরা বেআইনিভাবে রাস্তা দখল করে তারা পদযাত্রা কর্মসূচি পালন করছিল। এ জন্য তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেন তিনি।
এ ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।