নজরুলসখা মঈনুদ্দীন‘ (গবেষণায় প্রামাণিক জীবনী)
লেখক : আহমাদ কাফিল
প্রচ্ছদ : মশিউর রহমান রুবেল
প্রকাশক : বাংলাদেশ লেখক সমিতি
তত্ত্বাবধায়ক : জুলকর শাহীন
কবি মঈনুদ্দীনের ১১০ তম জন্মদিন উপলক্ষে
প্রথম প্রকাশ : ৩০ অক্টোবর ২০১০ / কার্তিক ১৪১৭
পরিবেশক : আহমদ পাবলিশিং হাউস / লেখা প্রকাশনী / ম্যাগনামওপাস
সার্বিক যোগাযোগ: শামসুজ্জাহান নূর (কবি মঈনুদ্দীন কন্যা)

লেখক আহমাদ কাফিল বইটি উৎসর্গ পত্রে লিখেছেন__
প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ-কন্যা বেগম খালেদা হাবিব-

বইয়ের শুভসূচনা লিখেন আসাদুল হক ।
তিনি বলেন, “খান মুহাম্মদ মঈনুদ্দীন মূলত একজন কবি এবং সাংবাদিক। এদেশের শিশু সাহিত্য রচনা যাঁরা প্রথম পর্যায়ের গুণী মঈনুদ্দীন তাঁদের মধ্যে একজন ।
ঐ দেখা যায় তাল গাছ, ঐ আমাদের গাঁ_‘ এই পাঁচ লাইনের কবিতাটি রচিত হয়েছে বিংশশতাব্দীর পঞ্চাশের দশকে; কিন্তু আজও শিশু-কিশোরের মুখে এই কবিতাটি শোনা যায়। সার্থক শিশু-সাহিত্য তাকেই বলে যা শিশুর চিত্তে দোলা দেয়।
তথ্যপাঠে জানা যায় কবি মঈনুদ্দীনের সাথে কবি নজরুলের প্রথম দেখা হয় ১৯২০ সালে । এই পরিচয় এরপর থেকে তিনি নজরুলের সাথে ছায়ার মতো চলাফেরা করতেন; শুধু তাই নয়, মঈনুদ্দীনের মাঝে নজরুলের অনেক প্রভাব লক্ষ্য করা গেছে।…”

বইটির পান্ডুলিপি তৈরির এক পর্যায়ে ২০০৮ সালে চাকরিচ্যুত হন আহমাদ কাফিল !

বাংলাদেশে সাংবাদিকতা পেশায় অনিয়মত বেতন ও চাকরিচ্যুতি শিকার যেন স্বাভাবিক নিয়ম।

তারপরেও তিনি তাঁর গবেষণার কাজটি শেষ করেন। ২০১০ সালে কবির ১১০তম জন্মদিনে ।
নজরুলসখা মঈনুদ্দীন‘ বইটি প্রকাশ করে বাংলাদেশ লেখক সমিতি ।

বইটির রচনাক্রম
সৃষ্ট বলয় মঈনুদ্দীন (১৯০১-১৯২০)/২৯
দ্বিতীয় ধরা (১৯২১-১৯৪০)/৩৭
তৃতীয় ধারা (১৯৪১-১৯৬০)/৮৫
শেষ ধারা (১৯৬১-১৯৮১)/১৫৯
পরিশিষ্ট ১: কবির গান ও রুবাইয়াত /২৩৩
পরশিষ্ট ২: সংশ্লিষ্ট কয়েকটি চিঠি/২৪৮
পরশিষ্ট ৩: তথ্যসূত্র/২৫৫

নজরুলসখা মঈনুদ্দীন‘ প্রখ্যাত সাহিত্যিক খান মুহাম্মদ মঈনুদ্দীনের জীবনীকে অনেকাংশে তুলে এনেছে।
লেখক এর সাহিত্য প্রীতি, কলকাতায় হাতে লিখে ‘মুসাফির‘ নামক দেয়াল পত্রিকার প্রকাশ। সেখানে সকলের সাথে নিজের লেখা ছাপানো।

(আরো অনেক বছর পর কবি মঈনুদ্দীন তাঁর নিজস্ব প্রকাশনা ‘আল-হামরা প্রকাশনী‘ প্রতিষ্ঠা করেন)

হুগলির জেল জীবন।একএে জেলের অন্তরীন জীবনে বিদ্রোহী কবি নজরুলের সাথে তাঁর সখ্যতা পূর্বের পরিচয় এর চাইতেও যেন পূর্ণতা পায়।কবি নজরুল কে নিয়ে তিনি লিখেন যুগস্রষ্টা নজরুল’।

এছাড়াও বইটিতে প্রকাশ পেয়েছে কবি মঈনুদ্দীনের নিজের কিছু লেখা।
যা পাঠককে, কবি কাজী নজরুলের সাথে কাটানো কোন একটি জীবন্ত সময়ে নিয়ে যাবে!

“নজরুল ইসলাম যখন সওগাতের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট। তখনই তিনি সুফিয়া এন, হোসেনের (কবি সুফিয়া কামাল) কবিতা পড়ে মানুষটির সাথে পরিচিত হন । একটি পুরমহিলা অবরোধের অন্তরালে বসে এমন সুন্দর কবিতা লেখেন, যাঁর ভেতরে আছে তার বিপুল সম্ভাবনার ইঙ্গিত_ দেখে তিনি মুগ্ধ হন | সুফিয়ার প্রথম কবিতার বই ‘সাঁঝের মায়া‘ সাওগাত প্রেস ছেপে বার করেন। এর জন্য নজরুলের আশীর্বানী প্রয়োজন ।
আমি তখন থাকি ১৮, মুসলমানপাড়া লেনে। একদিন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা। হঠাৎ গিয়ে হাজী নাসির উদ্দিন সাহেব আমার বাসায় । বললেন: “চলেন নিচে গাড়িতে বসে আছেন সুফিয়া আর নুরজাহান” নুরজাহান নাসির উদ্দিন সাহেবের মেয়ে ।
ব্যাপার কি ? তিনি বললেন: চলেন, নজরুলের কাছে যেতে হবে । তাড়াতাড়ি এসে গাড়িতে বসলাম। নজরুল তখন থাকতেন বিবেকানন্দ রোডের কাছে একটি দোতলা বাড়িতে ।
সেদিন আমাদের পেয়ে নজরুল দারুন খুশি!
কতো আলাপ, কত আনন্দের হাসি। সেদিনের সেই আনন্দময় পরিবেশের কথা আজও বেশ স্পষ্ট মনে আছে। সে- দিনটি সোনার অক্ষরে লেখা হইয়াছে আমার স্মৃতির পাতায় ।
রাত প্রায় এগারোটায় আমরা সেদিন ফিরেছিলাম মনে মধুর আনন্দ আর তৃপ্তি নিয়ে । হাতে নিয়ে নজরুলের সহজ সরল অনারম্বর প্রশস্তি।

এতে কবির শেষ কথাটি ছিল এই: “কবি সুফিয়া এন. হোসেন বাঙলার কাব্য গগনে নিবেদিতা উদয় তারা । অস্ত-তরুণ হ‘তে আমি তাঁকে যে বিস্মিত-মুগ্ধ চিত্তে আমার অভিবন্দনা জানাতে পারলাম, এ-আনন্দ আমার স্মরণীয় হয়ে থাকবে।”
এই তারিখটি স্মরণীয়: ১লা শ্রাবণ ১৩৪৫

নজরুলসখা মঈনুদ্দীন‘ বইটিতে কবি মঈনুদ্দীন সম্পর্কিত কিছু চিঠি সংযুক্ত আছে। যেখানে কবিপুত্র খান মুহাম্মদ শিহাব ‘কবি মঈনুদ্দিন একাডেমী‘ প্রতিষ্ঠা এবং কবি বন্ধুদের সাথে যোগাযোগ সম্পর্কে জানতে পারা যায়।

ধারণা করি, ২০১০ সালে বইটি প্রকাশের পর আর পূনঃ মুদ্রণ হয়নি।
বাংলাদেশ লেখক সমিতি কর্তৃক প্রকাশিত আহমাদ কাফিলের লেখা ‘নজরুলসখা মঈনুদ্দীন‘ বইটি পূনঃ মুদ্রণ বইয়ের তথ্য সংরক্ষণন প্রয়োজন।

(আল-হামরা প্রকাশনা প্রতিষ্ঠা করেন কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন। বর্তমানে প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন তাঁরই নাতি খান মুহাম্মদ মুরসালীন।)

আইরিন পারভিন, সাহিত্য আলোচক  এবং শুদ্ধস্বর ডটকমের যুগ্ম সম্পাদক ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.