
তুরস্কের আদিয়ামান শহরে ১৭ বছরের এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এছাড়াও তিনজনের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
আজ শুক্রবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত বুধবার রাত ১০টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে এবং বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তুরস্কের আদানা সামরিক বিমানঘাঁটিতে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে।
এর আগে বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, তুরস্কে ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্যসহ মোট ৭০ সদস্যের একাধিক দল পাঠানো হচ্ছে। তারা বিমানবাহিনীর সি-১৩০ উড়োজাহাজে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।