
ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) গৃহীত সর্বশেষ প্রস্তাবের পক্ষে ভোট দানে বিরত থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক টুইট বার্তায় রাশিয়ান দূতাবাস জানায়, “ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।”
বৃহস্পতিবার দিবাগত রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে “জাতিসংঘ নীতির অন্তর্নিহিত তাৎপর্য অনুযায়ী ইউক্রেনে একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা” শীর্ষক রেজুলেশন গ্রহণ করা হয়।। এর পক্ষে ভোট পড়ে ১৪১টি, বিপক্ষে সাতটি এবং ভোটদানে বিরত ছিল ৩২টি দেশ।
বাংলাদেশ, ভারত, চীন, ইরান, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ ৩২টি দেশ ভোটদানে বিরত থাকে এবং রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। অন্যদিকে নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপ পক্ষে ভোট দেয়।
মোট ১৪১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।