
কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। দুর্ঘটনায় নিবিড়ের মাথা ও চোখের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশার কথা হলো- নিবিড়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। এমনটাই জানালেন, কুমার বিশ্বজিতের চাচাতো ভাই অভিজিৎ দে।
তার ভাষ্য, ‘সবাই নিবিড় বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’
একই কথা বলেছেন সংগীতশিল্পী কিশোর দাসও। তার কথায়, ‘নিবিড়ের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। গতকাল শুক্রবার রাতে স্যারের (কুমার বিশ্বজিৎ) সঙ্গে কথা হয়েছে, তিনিও বলেছেন নিবিড় আগের তুলনায় এখন অনেকটা ভালো। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও অনেক বেশি সময়ের প্রয়োজন। সবাই ওর জন্য দোয়া করবেন।’
জানা গেছে, নিবিড়ের মস্তিষ্কের এমআরআই সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন তিনি। সেখানে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থায় রাখা হয়েছে।
অভিজিৎ দে জানান, আগামীকাল নিবিড়ের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। যেন সে স্বাভাবিক শ্বাস নিতে পারে। পরবর্তী সময়ে নিবিড় কুমারের আরও একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এজন্য চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, কানাডার টরেন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ের দুনদাস স্ট্রিট ওয়েস্টে স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটে। সেই গাড়িতে নিবিড়ের সঙ্গে আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলে দু’জন আর হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। নিহতরা হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত।