উড্ডয়নের আগে চাকা পাংচার হয়ে গেলো বাংলাদেশ বিমানের

সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা পাংচার হয়ে যায়। এতে করে রানওয়েতে আটকা পড়ে ফ্লাইটটি। এ কারণে বিমানবন্দরে আড়াই ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকে।
বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন- বিমানের বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি প্রায় দেড়শ’ যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় একটি চাকা পাংচার হয়ে যাওয়ায় ফ্লাইটটি ওই সময় আর উড্ডয়ন করেনি। পরে যাত্রীদের নামিয়ে আনা হয়।
তিনি জানান- রানওয়েতে ওই বিমানের উড়োজাহাজটি আটকে থাকার কারণে অন্তত ৩টি ফ্লাইট ঢাকা যেতে বিলম্ব হয়েছে। রানওয়ে থেকে উড়োজাহাজটি সরিয়ে নেয়ার পর বিকাল ৫টার দিকে ফ্লাইট চালু হয়।