
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রতি ‘অটল’ সমর্থন ঘোষণা করে বলেছেন, এই যুদ্ধে রাশিয়া জয়ী হতে পারবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাথে করা পরমাণু চুক্তি স্থগিত করার প্রেক্ষাপটে এই ঘোষণা দিলেন বাইডেন।
এক দিন আগে আকস্মিক ইউক্রেন সফর শেষ করে মিত্র পোল্যান্ডে এই ঘোষণা দেন বাইডেন। ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে পড়তে যাচ্ছে। কিন্তু এখনো এর সমাপ্তির কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
বাইডেন বলেন, ‘এক বছর আগে বিশ্ব কিয়েভের পতন রক্ষা করেছে। আমি বলছি : কিয়েভ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। কিয়েভ গর্বিতভাবে দাঁড়িয়েছে। এটি লম্বাভাবে দাঁড়িয়ে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আছে, এটি মুক্তভাবে দাঁড়িয়ে আছে।’
এই বক্তৃতার আগে বাইডেন ন্যাটো মিত্রি এবং পোলিশ প্রেসিডেন্ট আন্ড্রজেজ দুদার সাথে বৈঠক করেন। দুদা কিয়েভের প্রতি পাশ্চাত্যের প্রবল সমর্থনের ব্যাপারে সোচ্চার। দুই নেতা পোল্যান্ডের নিরাপত্তা ও সেখানে ন্যাটোর সরঞ্জাম মোতায়েন নিয়েও সম্ভবত আলোচনা করেছেন।
পোল্যান্ডের সাথে ইউক্রেনের সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে। এই রুটই হলো অস্ত্র ও উদ্বাস্তুদের চলাচলের প্রধান রাস্তা।
সূত্র : আল জাজিরা