
আমেরিকা-রাশিয়া সংঘাতের আঁচ উত্তর মেরুর দুয়ারে। ইগলু-এস্কিমো-সাদা ভালুকের রাজ্য আলাস্কায়। আমেরিকার ওই বরফে ঢাকা প্রদেশের আকাশসীমায় কাছে সোমবার চারটি রুশ যুদ্ধবিমান চলে আসে বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত আমেরিকার বায়ুসেনার যুদ্ধবিমানের তাড়া খেয়ে সেগুলি ফিরে যায় বেরিং প্রণালীর ওপারে। রুশ ভূখণ্ডে।
পেন্টাগনের তরফে বুধবার জানানো হয়েছে, আলাস্কার ‘এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জ়োন’-এর পাশে রুশ মিগ-৩৫ যুদ্ধবিমান এবং টুপোলভ টিইউ-৯৫ বোমারু বিমানের উপস্থিতি চিহ্নিত করা হয়। এর পরেই দ্রুত সক্রিয় হয়ে আমেরিকার বায়ুসেনা। দু’টি এফ-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি অনুপ্রবেশকারী রুশ বিমানকে তাড়ানোর জন্য পাঠানো হয় দু’টি এফ-৩৫ যুদ্ধবিমানও। শেষ পর্যন্ত অবশ্য সংঘাতে না গিয়ে দূরে চলে যায় চারটি রুশ বিমান।