
ভূমিকম্পের ১২৮ ঘণ্টার পর গতকাল তুরস্কের হাতাই প্রদেশের ধ্বংসস্তূপ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে আরেক তুর্কি শহরে ব্রিটিশ ও জার্মান উদ্ধারকর্মীরা ১৫ বছরের বালিকাকে উদ্ধার করেছে। ভূমিকম্পের পর গতকাল ছয় দিন পার হলেও এমন অলৌকিক বা শ্বাসরুদ্ধকর ‘গল্পের’ জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এসব ‘গল্পই’ এখন তাদের মনে সাহস জুগিয়ে চলেছে।
ভূমিকম্পের পরপর উদ্ধারকাজে বেশ কয়েক আশ্চর্যজনক ঘটনা গোটা বিশ^কে তাক লাগিয়ে দেয়। জীবিত নবজাতক উদ্ধার, ধ্বংসস্তূপ থেকে ছোট্ট ভাইবোনের উদ্ধারের ঘটনা বিশ্বে অনেককেই অশ্রুসিক্ত করে তুলেছে। সংবাদমাধ্যম আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এসব প্রেরণাদায়ী ঘটনা বেশ গুরুত্ব দিয়ে প্রচার করেছে।
ভূমিকম্পের ৫ দিন পর তুরস্কে দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের একজন ৭০ বছর বয়সী মেনেকসে তাবাক। কাহরামানমারাস প্রদেশের ধসে যাওয়া একটি বাড়ির ধ্বংসাবশেষের নিচ থেকে ওই নারীকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য নারীর নাম মাসাল্লাহ সিসেক। ৫৫ বছর বয়সী এই নারীকে তুর্কি শহর দিয়ারবাকির একটি ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে তুরস্কের কাহরামানমারাসে বিধ্বস্ত এলাকা থেকে ১১০ ঘণ্টা পর একজনকে উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেই সময়ই উদ্ধারকর্মীরা বলছিলেন, ভেতরে আরেকজন জীবিত আছেন। একটু পরই তাকে উদ্ধার করা হবে। অবশেষে হলো তাই, কয়েক মিনিট পর আরেকজনকে উদ্ধার করা হয়েছে। এর সাড়ে তিন ঘণ্টা আগে একই স্থান থেকে তিন বছর বয়সী এক বালিকাকে উদ্ধার করা হয়েছে।
ভূমিকম্পের ১০৪ ঘণ্টা পর তুরস্কের হাতাই প্রদেশের কিরিখান থেকে ৪০ বছর বয়সী জেইনেপ কাহরামান নামের নারীকে উদ্ধার করা হয়েছে। জার্মান উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেছেন। আন্তর্জাতিক তল্লাশি ও উদ্ধার তৎপরতা দলের প্রধান স্টিভেন বেয়ার বলেন, ‘এখন আমি অলৌকিকতায় বিশ^াস করছি।’ তিনি আরও বলেন, আপনি দেখতে পাচ্ছেন লোকজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। এটি অনেক বড় স্বস্তি যে এমন পরিস্থিতিতে এই নারীকে সুস্থ উদ্ধার করা হয়েছে। এটি অবশ্যই অলৌকিক ঘটনা। এ ছাড়া তুরস্কের দক্ষিণাঞ্চলে আদিমান প্রদেশে ৬০ বছর বয়সী একজনকে গত শুক্রবার প্রায় একই সময়ে উদ্ধার করা হয়েছে।
তুর্কি শহর গাজিয়ানতেপের ধ্বংসস্তূপ থেকে ভূমিকম্পের ১০৩ ঘণ্টা পর মুরাত ভুরাল নামে ৬৬ বছর বয়সী একজনকে উদ্ধার করা হয়। তুরস্কের জরুরি পরিষেবাকর্মীরা টানা ১০ ঘণ্টা অক্লান্ত চেষ্টা করে ভুরালকে উদ্ধার করেন। আরেক তুর্কি শহরে আজারবাইজানের উদ্ধারকর্মীরা ভূমিকম্পের ১০৩ ঘণ্টা পর ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেন। একই সময়ে তুরস্কের হাতাই প্রদেশের ধ্বংসস্তূপ থেকে সাড়ে তিন বছরের এক শিশুকে উদ্ধার করা হয়।
ভূমিকম্পের ১০২ ঘণ্টা পর তুর্কি প্রদেশ কাহরামানমারাস থেকে ৩৩ বছর বয়সী মোস্তফা শাহিন সামিকে উদ্ধার করা হয়েছে। কর্মীরা ১২ ঘণ্টা পরিশ্রম করে ৭ তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে শাহিনকে উদ্ধার করেন।
তুরস্কের কর্মকর্তারা জানান, ইসকেদ্রামে ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর ছয়জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ছয়জনই একে অপরের আত্মীয়। তারা পরস্পরকে জড়িয়ে ধরে কোনোভাবে টিকে ছিলেন। এ ছাড়া একই সময়ে হাতাই প্রদেশে খনি শ্রমিকরা এক মা ও ছেলেকে জীবিত উদ্ধার করেছেন। অন্যদিকে প্রায় একই সময়ে কাহরামানমারাসে ১৫ ও ১৩ বছর বয়সী দুই বোনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।
এদিকে ভয়াবহ ভূমিকম্পের পর গতকাল ৬ দিন পার হয়েছে। এদিন দুই দেশে প্রাণহানি বেড়ে ২৫০০০ জনে দাঁড়িয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন, আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়েছে আছেন।