
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১২টায় বিক্ষোভ সমাবেশ করে দলটি। সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি আগামী ২৫শে জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে দলটি। ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের গণতান্ত্রিক শাশন ব্যবস্থা তৈরি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুগপৎ ধারার অংশ হিসেবে এ সমাবেশ করবে তারা।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে ও কামাল পাটোয়ারীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ। তবে সমাবেশে যোগ দেয়নি গণঅধিকার পরিষদের নেতারা।
সমাবেশে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মার্কিন একজন সহকারী সচিব ডোনাল্ড লু গত দুদিন ধরে ঢাকায় ছিলেন। সরকারের নীতি-নির্ধারকেরা খাওয়া ঘুম হারাম করে যেভাবে তার পেছনে ছুটেছে, তাকে সন্তুষ্ট করার জন্য সরকার যেভাবে চেষ্টা করেছে, এতে বোঝা যায় সরকারের পায়ের নিচে কোনো মাটি নাই।
তিনি বলেন, এই সরকার জনগণের শক্তিতে বিশ্বাস করে না। মার্কিনিরা প্রশান্ত মহাসাগরে নতুন করে সামরিক কৌশলে বাংলাদেশকে স্ট্রাটেজিক পার্টনার হিসেবে আনতে চায়। আগামী নির্বাচনকে সামনে রেখে কেবলমাত্র মার্কিনিদেরকে সরকার তাদের নিরপেক্ষ নির্বাচনের নীল নকশা কাজে লাগাতে পারে কিনা সরকার তার পাঁয়তারা করছে। এটা হবে স্বাধীনতা নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য অত্যন্ত বিপজ্জনক। সরকারকে বলতে চাই এই খেলা বন্ধ করুন।
অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎকে কোনভাবেই আমরা বিপন্ন হতে দিতে পারি না।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিদেশ থেকে আমদানি নির্ভরতা ও সরকারের ভুল নীতির কারণে আজকের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়ের দিকে যাচ্ছে, সেটার দায় উনারা জনগণের ঘাড়ে চাপাবেন। তিনি বলেন, ইতিমধ্যে বিএনপিসহ অনান্য সকল রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনের ধারায় আছি। আমরা অবিলম্বে একটা ন্যূনতম দফা দাবিনামা তৈরি করে এই আন্দোলনকে আরও বৃহত্তর রুপ তৈরি করবো এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবো।