
বাংলাদেশের ঐতিহাসিক পাগলা মসজিদে রেকর্ড পরিমাণ টাকা দান করেছেন ভক্তেরা। দানবাক্স খুলে মিলেছে বস্তা বস্তা টাকা। এ বারের দান রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র প্রতিবেদন বলছে, প্রতি ৩ মাস অন্তর এই মসজিদের দানবাক্স খোলা হয়। দানের টাকা সংগ্রহ করেন মসজিদ কর্তৃপক্ষ। শনিবার সকালে ৩ মাস ৬ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। তার পর থেকে টাকার গণনা চলছে।
ঠিক কত পরিমাণ টাকা পাওয়া গিয়েছে, তা গণনা শেষে জানা যাবে। তবে মসজিদের মোট ৮টি দানবাক্সে জমেছে ২০ বস্তা টাকা।