
জার্মানির নর্থ Rhein -Westphalia গেলজেনকিরসেন শহরের বসবাসরত বীর মুক্তিযোদ্ধা জনাব মোশারফ হোসেন , খসরু ভাই ৩১ শে ডিসেম্বর ২০২২ ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আজ ৫ই জানুয়ারী ২০২৩ দুপুর বারোটার সময় হাছেল্ট -গেলজেনকিরসেনে মুসলমানদের নির্ধারিত কবরস্থানে উনার কবর সম্পন্ন হয়। জার্মামানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বীর মুক্তিযোদ্ধা প্রতি শোক প্রকাশ করেন । বাংলাদেশের অনারারি কনসুলেটর ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া উপস্থততি হয়ে সরকার এবং দূতাবাসের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করেন ।
মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।
কনস্যুলেটর হাসনাত মিয়া শুদ্ধস্বর ডটকমকে জানান আমার এবং NRW state অনারারি কনস্যুলেট অফিস থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি শোক প্রকাশ করা হয় । বাংলাদেশ সরকার এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদান করেন বাংলাদেশের জাতীয় পতাকার মাধ্যমে । উনার স্ত্রী ও দুই কন্যা সহ বাঙালি কমিউনিটির ব্যক্তিবর্গ গন জানাজায় উপস্থিত ছিলেন । আপনারা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খসরু ভাইয়ের জন্য দোয়া করবেন । তিনি বলেন আমি বার্লিনের বাংলাদেশ দুতাবসের প্রতিনিধিত্ব করি NRW state Honorary Consul হিসাবে , আমি প্রবাসিদের সমস্ত সুখ দুঃখে মানুষের পাশে থাকবো ।