
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মঞ্চ ও এর আশপাশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেন উপস্থিত নেতাকর্মীরা। এতে ক্ষুব্ধ হন ওবায়দুল কাদের। বলেন, এত নেতা, নেতার ভিড়ে কর্মী চেনা মুশকিল। নেতার ভিড়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্চ পর্যন্ত ভেঙে যায়।
তিনি বলেন, এত নেতার তো দরকার নেই। স্মার্ট বাংলাদেশের জন্যে স্মার্ট কর্মিবাহিনী দরকার, স্মার্ট বাংলাদেশের জন্যে সুশৃঙ্খল আওয়ামী লীগ দরকার। কোথায় আজ শৃঙ্খলা? দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের পরও মঞ্চের চারপাশে বিশৃঙ্খলা চলছিল। এ সময় বিশৃঙ্খল কর্মিবাহিনীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এখনও সরলে না এখান থেকে!
একপর্যায়ে তিনি মঞ্চের সামনে থেকে বিশৃঙ্খলাকারী নেতাকর্মীদের সরে যেতে বলেন। এর পর তিনি মঞ্চ থেকেও নেতাদের নামিয়ে দেন।
এর পর সবাই সরে গেলে ফের বক্তৃতা শুরু করেন ওবায়দুল কাদের