অষ্ট্রিয়া প্রবাসী লেখক এবং শুদ্ধস্বর ডটকমের যুগ্ম সম্পাদক কবি বুলবুল তালুকদার এর দুটি বই প্রকাশিত হবে এবারের বাংলা একাডেমীর বই মেলায় , একটি কবিতা এবং অপরটি প্রবন্ধের বই , এর আগেও তার লেখা প্রবন্ধ , উপন্যাস এবং কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে ঢাকা থেকে , ভ্রমন কাহিনীসহ বিভিন্ন বিষয়ে তিনি লিখে থাকেন , তার লেখা বইগুলি ইতিমধ্যেই পাঠকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে , তিনি জানান মধ্য ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশে যাবেন বই এর প্রকাশনা উপলক্ষে এবং প্রকাশন উৎসবেরও আয়োজন করবেন , তিনি কবি সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গকে তার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.