বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশ এখন ভয়ানক দুর্যোগ অবস্থায় আছে। গণতন্ত্র, মানবাধিকার, জনগণের ভোটাধিকার নেই, আর্থিক খাতে লুটপাট করে সব ফোকলা করে দেয়া হয়েছে। সাধারণ মানুষের খাবার নেই, সরকারি দল ছাড়া কারো পকেটে টাকা নেই। এরকম একটা অবস্থায় দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে বিএনপি। তাদের এখন একটাই টার্গেট- দলের নেতাকর্মী ও দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি চূড়ান্ত আন্দোলন।

সোমবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এর আগে রোববার রাতে রকিবুল ইসলাম বকুলকে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়। ২০১৬ সালে দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে এ পদটি ফাঁকা রাখা হয়। দীর্ঘদিন পরে এ পদে একজন নেতা পেলেন ছাত্রদলের নেতাকর্মীরা। বর্তমান ছাত্রদল কমিটি নিয়ে বিভিন্ন সিন্ডিকেট তৎপরতা শুরু করলে ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতিকে এ দায়িত্ব দেয়া হয়। বকুল বলেন, ছাত্রদলের কোন কোন্দল নেই, বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে আছে।

 

যদি কেউ অপতৎপরতায় এবং ষড়যন্ত্রে অংশীদার হওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।  এসময় উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ আরো অনেকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading