পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, তিনি অতীতে একজন ‘প্লেবয়’ ছিলেন। দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে এ কথা বলেন তিনি।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানায়, রোববার (১ জানুয়ারি) লাহোরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সাবেক প্রধানমন্ত্রী জেনারেল বাজওয়ার সঙ্গে শেষ বৈঠকের বিবরণ দেন ইমরান। আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ‘জেনারেল বাজওয়া আমাকে প্লেবয় ডেকেছিলেন এবং উত্তরে আমি তাঁকে বলেছিলাম, “জি, আমি প্লেবয় ছিলাম ।
তবে ইমরান খান ও জাভেদ বাজওয়ার মধ্যে কবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সে বিষয়ে তিনি কিছু জানাননি। পিটিআইয়ের প্রধান আরও বলেন, ‘সাবেক সেনাপ্রধান বাজওয়া আমাদের পেছন থেকে ছুরি মেরেছিলেন এবং সহানুভূতিও দেখিয়েছিলেন।’
ইমরান খান দাবি করেন, বাজওয়ার নিয়োগ করা ব্যক্তিরা এখনো রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করার কাজ করে যাচ্ছে। অবশ্য আগেও একাধিকবার এমন অভিযোগ করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী।
ইমরানের অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী থাকাকালে জেনারেল বাজওয়াই ছিলেন আসল ক্ষমতাবান ব্যক্তি। জাতীয় দুর্নীতি দমন সংস্থা (এনএবি) নিয়ন্ত্রণ করছিলেন বাজওয়া। তাঁর সিদ্ধান্তে ঠিক হয় কোন কোন রাজনীতিবিদকে কারাগারে পাঠানো হবে।
ইমরান খান সম্প্রতি বলেন, ‘দুর্নীতি দমন সংস্থা এনএবি আমাকে আসিফ আলি জারদারি ও নওয়াজ শরিফদের মতো শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে জানিয়েছিল। তবে সেই মামলা নিয়ে অগ্রসর হতে দেননি জেনারেল বাজওয়া।’
২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই জেনারেল কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে সরব তিনি।