নাইজেরিয়ায় আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বে জড়িত সুনির্দিষ্ট কিছু ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, নাইজেরিয়া এবং চারপাশের বিশ্বে গণতন্ত্রকে সমর্থন এবং এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। আগামী ২৫শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নাইজেরিয়ায়। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে ব্লিনকেন বলেছেন, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের সেকশন ২১২(এ)(৩)(সি)-এর অধীনে নাইজেরিয়ার উল্লিখিত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসার অযোগ্য হবেন। এসব ব্যক্তি নাইজেরিয়ার গণতন্ত্রকে খর্ব করার জন্য দায়ী অথবা সহযোগিতাকারী বলে তাদের বিরুদ্ধে ভিসায় বিধিনিষেধ বিষয়ক নীতির  অধীনে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এসব ব্যক্তির পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন। উপরন্তু নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং পরে যেসব ব্যক্তি গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব করবেন বলে  দেখা যাবে, তারাও এই নীতির অধীনে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হবেন।
অ্যান্টনি ব্লিনকেন ২৫শে জানুয়ারি তার বিবৃতিতে আরও বলেছেন, এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সুনির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, গণতন্ত্রকে শক্তিশালীকরণ এবং আইনের শাসনের প্রতি ফিরবে নাইজেরিয়া এমন আকাক্সক্ষার প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিসায় নিষেধাজ্ঞা আরোপ সেই সিদ্ধান্তেরই প্রতিফলন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.