সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে কট্টর ডানপন্থী এক ব্যক্তি প্রকাশ্যে পবিত্র কোরআন পুড়িয়েছেন। এ নিয়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ডেনমার্কের কট্টর ডানপন্থি রাজনৈতিক দল- হার্ড লাইনের নেতা (অভিবাসীবিরোধী) রাসমুস প্যালুদেন কর্তৃক কোরআন পোড়ানোর ওই ঘটনার পরপরই তীব্র প্রতিবাদ জানায় তুরস্কসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।
অন্যদিকে, ওই ঘটনার পরপরই এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ত্রম বলেছিলেন, “ইসলামবিদ্বেষী উস্কানির ঘটনাটি ভয়ঙ্কর।” নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে তিনি লিখেছিলেন, “সুইডেনে মতপ্রকাশের ব্যাপক স্বাধীনতা রয়েছে, তবে এর মানে এই নয় যে সুইডিশ সরকার কিংবা আমি এ ধরনের মতপ্রকাশকে সমর্থন করি।”
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীর পর এবার এ ধরনের কাজকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটি। আনুষ্ঠানিকভাবে দেশটি জানিয়েছে, “জনৈক উগ্র ডানপন্থী কর্তৃক ইসলামবিদ্বেষী যে ঘৃণিত কাজ সুইডেনে সংঘটিত হয়েছে, সেটি সুইডিশ সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এই কর্মকান্ড কোনোভাবেই সুইডিশ সরকারের মতামতকে প্রতিফলিত করে না।” সুত্র, মানবজমিন ।