এখনই ইউক্রেনে ট্যাংক পাঠান: জার্মানিকে ৩ দেশের আহ্বান

 

এক টুইটার পোস্টে শনিবার লাৎভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগারর্স রিনকেভিকস বলেন, আমার দেশ লাৎভিয়া, এস্তোনিয়া এবং লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জার্মানিকে এখনই ইউক্রেনে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠাতে বলেছি। খবর আনাদোলুর।

এতে তিনি আরও বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে এবং ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় জার্মানির এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিৎ।

জার্মানি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের নের্তৃত্ব দিচ্ছে, তাই এ বিষয়ে তাদেরই সবার আগে পদক্ষেপ নেওয়া দরকার।

লাৎভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগারর্স রিনকেভিকসের মতো একই টুইটবার্তা পোস্ট করেছেন, এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রী উরমাস রেইনসালো এবং লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী গেব্রেলিয়াস ল্যান্ডবার্গিস।

ইউক্রেনে ট্যাংক পাঠানো নিয়ে শুক্রবার (২০ জানুয়ারি) জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে একটি সম্মেলনে জড়ো হন ৫০টি দেশের প্রতিনিধিরা।

তবে ওই সম্মেলনে ট্যাংক পাঠানোর কোনো সিদ্ধান্ত নেয়নি জার্মানি। এমনকি যেসব দেশের কাছে শক্তিশালী এ ট্যাংক আছে সেসব দেশকেও ইউক্রেনে ট্যাংক পাঠানোর অনুমতি দেয়নি দেশটি।

আর ইউক্রেনকে জার্মানির ট্যাংক দিতে না চাওয়ার বিষয়টি ইঙ্গিত করছে, ন্যাটো জোটের মধ্যে হয়তবা ‘বিভক্তি’ দেখা দিয়েছে।

জার্মানির নতুন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দাবি করেছেন, জার্মানি ইউক্রেনে ট্যাংক পাঠানোর বিষয়টিতে বাধা দিচ্ছে না।

তিনি বলেছেন, অন্য দেশগুলো এ নিয়ে যদি ঐক্যমতে পৌঁছায় তাহলে বার্লিন দ্রুত সিদ্ধান্ত নেবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.